×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২৩৩ জন


একটিভ নিউজ প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৫:১৬ পিএম ডেঙ্গু: একদিনে হাসপাতালে ভর্তি আরও ২৩৩ জন
সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছেন ২১৩ জন। আর ঢাকার বাইরে ২০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গিবিষয়ক বিবৃতিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২৩৩ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন। 

প্রসঙ্গত, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১৫০ জন ডেঙ্গি রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী এক হাজার চারজন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৪৬ জন রোগী ভর্তি রয়েছেন।
 

রেজাউল করিম / একটিভ নিউজ