মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে। এটি ২ মাস ১১ দিন পর (৭২ দিন) করোনায় সর্বনিম্ন মৃত্যু। এরচেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২২ জুন, ৬৯ জন।
এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৬৭ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।
স্বাস্থ্য অধিদফতর থেকে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনায় গতকাল বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :