×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:১১ পিএম বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এক সপ্তাহের মধ্যে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

এদিন বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে এখন নতুন করে শর্ত দিচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে।  সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে কুইক, ইনস্ট্যান্টলি করোনা পরীক্ষা করতে পারবেন।  আমরা বলি ৪৮ ঘণ্টা আগে টেস্ট লাগবে। আমাদের লোকেরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়।

এসময় বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে- এমন প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে।  যত কুইকলি পারে দুই-তিনদিন/সাতদিন, কুইক টাইমে না হলে তো আপনি ওই দেশে যেতে পারছেন না।

তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিনটি বিমান বন্দর থেকে।  প্রাইমারিলি ঢাকা বিমানবন্দরে হবে কিন্তু আলোচনার মধ্যে তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর) এয়ারপোর্টই আছে।

রিপোর্ট কত সময়েরে মধ্যে পাওয়া যাবে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা কথা বলে দেখেছি ৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।’

রেজাউল করিম / একটিভ নিউজ