জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি মন্ত্রীরাও সম্পদের হিসাব দেবেন।
সচিবালয়ে আজ মঙ্গলবার গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রীদের সম্পদের হিসাবের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তখন প্রতিশ্রুতি দিয়েছি, কথা দিয়েছি, আমরা নিয়মিতভাবে যেহেতু রিটার্ন জমা দেই, আমরা অবশ্যই তিন বছর পর-পরই এটি জমা দেব। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হই। অন্তত আমাদের এখানে একবার বা দুইবার জমা পড়বেই।’
তিনি বলেন, ‘তাছাড়া তথ্য অধিকার আইনে কিন্তু আপনি যেকোনো মন্ত্রীর ট্যাক্স রিটার্ন কপিটা আপনি নিতে পারেন। কোন অসঙ্গতি থাকলে আপনারা কিন্তু অভিযোগ করতে পারেন।’
এ অভিযোগ নিস্পত্তি করার জন্য বিভিন্ন সংস্থা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোন অনিয়ম দেখলে সেখানেও কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয়ও রয়েছে। আমাদের বিচার বিভাগ একদম স্বাধীন। এছাড়া দুর্নীতি দমন কমিশন অত্যন্ত একটিভলি কাজ করছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা চাই যে স্বচ্ছতা জবাবদিহির জন্য আমরা আগামী থেকে সবাই, কর্মকর্তারা এবং আপনি জানেন যে নির্বাহী বিভাগের প্রধান যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যরা সবাই কিন্তু এ জিনিসটা আমরা দেব।
তিনি বলেন, ‘তবে এটুকু বলতে চাই, প্রতি বছরই কিন্তু আমাদেরকে সম্পদের হিসাব দিতে হচ্ছে, আমরা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা কিন্তু এ বিষয়টি অত্যন্ত সচেতনভাবে করতে হয়, কারণ নির্বাচনি বিধি-আইন, অনেককিছুই আছে।’
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :