×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা 


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১১:০৯ এএম ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা 
সংগৃহীত

বাংলাদেশ সরকারের সিনোফার্ম থেকে কেনা আরও ৫৪ লাখ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে টিকার চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে জানান, টিকা নিয়ে ফ্লাইট শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হকও গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে জানান, ৫৪ লাখ টিকা শুক্রবার রাতেই আসছে।

গতকাল শুক্রবার রাতে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ারং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে জানান, সিনোফার্ম থেকে ক্রয় করা ৫৪ লাখ টিকা শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবে।

রেজাউল করিম / একটিভ নিউজ