সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসাথে যারা টিকা নিয়েছেন, তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপস্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৫- এর সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা যান। অধিবেশনের শুরুতেই স্পিকার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করেন।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সংসদে আমরা একের পর এক এত সদস্যকে হারালাম, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সংসদের এই অধিবেশনের শুরুতে আমরা শোক প্রস্তাব নিয়েছি। এরপর অধিবেশন চলাকালে শোক সংবাদ। আজকে আবার শোক প্রস্তাব।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে। যারা টিকা নিয়েছেন তারাও স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই ভালো থাকবেন।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :