×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

ইভ্যালির সিইওকে নিয়ে বের হতে বাধা দিচ্ছেন গ্রাহকরা


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৬:১১ পিএম ইভ্যালির সিইওকে নিয়ে বের হতে বাধা দিচ্ছেন গ্রাহকরা
সংগৃহীত

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গ্রেফতার করলেও তাদের নিয়ে বাসা থেকে বের হতে র‍্যাব সদস্যদের বাধা দিচ্ছেন উপস্থিত গ্রাহকরা। তারা স্লোগান দিচ্ছেন, ‘রাসেল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।’

মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) আজ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে দুপুরের দিকে বাসাটিতে অভিযান শুরু করে র‍্যাব।

এরপর বিকেলে রাসেল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‍্যাব। তখন বাড়ির গেট দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির সামনে অবস্থান নেন র‍্যাব সদস্যরা। 

প্রসঙ্গত, এদিন রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। এ মামলাতেই রাসেল দম্পতিকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব। 

রেজাউল করিম / একটিভ নিউজ