×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

ই-অরেঞ্জ গ্রাহকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ, আটক ৩


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০২:৫৯ পিএম ই-অরেঞ্জ গ্রাহকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ, আটক ৩
সংগৃহীত

টাকা ফেরত ও ই-অরেঞ্জের মূল হোতা সোহেলকে দেশে আনার দাবিতে সড়ক অবরোধের ঘটনায় ই-অরেঞ্জ গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে থানায় নেওয়া হয়েছে।

হাইকোর্ট থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়কে আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ বিষয়ে দেশের প্রথমসারির এক গণমাধ্যমকে বলেন, আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস। এমনিতেই যানবাহনের চাপ বেশি ছিল। এরমধ্যে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দেই।

জিজ্ঞাসাবাদের জন্য ২/৩ জনকে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডিসি বলেন, ‘প্রথমে আমরা তাদের সড়ক ছেড়ে দিতে বলি। পরে তাদের ছত্রভঙ্গ করা হয়। যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের আটক রাখা বা ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে প্রত্যক্ষদর্শী ই-অরেঞ্জের ভুক্তভোগী শাহরিয়ান হোসেন বলেন, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের বাইরে আমরা সমাবেশ করি। এরপর সেখান থেকে মিছিল নিয়ে মৎস্য ভবনের দিকে অগ্রসর হই। এক পর্যায়ে সোহেল রানাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে সবাই সড়কে বসে পড়ে। তখন পুলিশ এসে লাঠিপেটা করে। কয়েকজনকে ধরেও নিয়ে যায়। এ ঘটনায় ৩-৪ জনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজাউল করিম / একটিভ নিউজ