শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
সচিবালয়ে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
অন্যদিকে প্রবাসীদের দীর্ঘদিনের আন্দোলনে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে করোনা টেস্ট করার ল্যাব। গতকাল শনিবার রাতে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ বিষয়ে জানায়, প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে র্যাপিড পিসিআর টেস্ট করানোর বিধিনিষেধ আরোপ করেছে। দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দরে এ ব্যবস্থা না থাকায় আমিরাতে ফিরতে পারছিলেন না প্রবাসীরা। তবে কয়েকদফা পেছানোর পর অবশেষে শনিবার ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :