রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত সাত জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের উদ্ধারে এরইমধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা দেশের প্রথমসারির এক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে এখনও আমরা কাউকে উদ্ধার করতে পারিনি।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীকে উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :