×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ভবনে অগ্নিকান্ড


একটিভ নিউজ প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০১:১৮ পিএম জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ভবনে অগ্নিকান্ড
সংগৃহীত

রাজধানীর মতিঝিলে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১২ তলা ভবনের ছয় তলায় এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাস্তায় থাকা অবস্থায় ঘটনাস্থলের আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিস অধিদফতর টেলিফোন অপারেটর আনিসুর রহমান বুধবার (১৩ অক্টোবর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। ইউনিট রাস্তায় থাকা অবস্থায় জানতে পারি ঘটনাস্থলের আগুন নিভে গেছে।

মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল হোসেন এ বিষয়ে দেশের প্রথমসারির এক গণমাধ্যমকে বলেন, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সে বিষয়ে বিস্তারিত জানতে পারিনি এখনো।

রেজাউল করিম / একটিভ নিউজ