×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

নদী-ভাঙন কবলিত এলাকা পরিদর্শন


ইমদাদুল হক | খুলনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৩:৫৯ পিএম নদী-ভাঙন কবলিত এলাকা পরিদর্শন
সংগৃহীত

পাইকগাছার দেলুটি ইউনিয়নের বিভিন্ন ওয়াপদা বেঁড়ীবাঁধের নদী-ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক। 


মঙ্গলবার সকালে উপজেলার অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নের তেলিখালী, কালিনগর, দারুনমল্লিক, জিরবুনিয়া, পারমধুখালী ও দেলুটি শিবসা নদী সংলগ্ন ওয়াবদা বেঁড়িবাঁধের ভাঙ্গণ কবলিত এলাকা কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোহম্মদ শফি উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণপদ দাশ, উপ-সহকারি প্রকৌশলী গোপাল কুমার দত্ত, ডবিøউএমএ এর সভাপতি চিত্ত রঞ্জন হালদার, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, পলাশ রায়, রনধীর মন্ডল, মেরী রানী সরদার, বদিয়ার শেখ যুবলীগ নেতা শেখ মোহম্মদ আলী, নারায়ণ রায়, প্রতুল সরদার, সুকৃতি বিশ্বাস, মান্নান শেখ, শ্রীকৃষ্ণ রপ্তান, স্মৃতিশ রায়, সত্যব্রত সরকার, আলমগীর মোড়ল, আনন্দ ঢালী অমর রায়, প্রসেনজিত মন্ডল মিঠু প্রমূখ।

ফাহিম / একটিভ নিউজ