×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
Active News 24

মহাসপ্তমীতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার


ইমদাদুল হক | খুলনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৪:৩৯ পিএম মহাসপ্তমীতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার
সংগৃহীত

পাইকগাছায় শারদীয় দূর্গাপূজার মহাসপ্তমী তে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার । 

মঙ্গলবার বিকালে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। 

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ী) সভাপতি দেবব্রত কুমার রায়, করুনা মন্ডল, শ্যামসুন্দর মন্ডল, প্রমথ সানা, পংকজ সানা, শিক্ষক অনিলকুমার ঢালী, জগদীশ রায়, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, তুষার কান্তি মন্ডল, দিপংকর মন্ডল, দীপক মন্ডল, পার্থপ্রতীম চক্রবর্তী, কার্তিক মন্ডল, পুলিশের কর্মকর্তা সহ ভক্তিমন্ডলী।

এসময়ে অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিবৃন্দদেরকে মন্দির কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
 

ফাহিম / একটিভ নিউজ