×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

জলবায়ু সম্মেলন: ইউরোপের পথে প্রধানমন্ত্রী


একটিভ নিউজ প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ১২:৪৮ পিএম জলবায়ু সম্মেলন: ইউরোপের পথে প্রধানমন্ত্রী
সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ ও সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে আয়োজিত কপ-২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডে বৃহত্তম শহর গ্লাসগোর পথে রওনা হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লাসগোতে কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ)-২৬তম সম্মেলনে যোগদান শেষে লন্ডনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পরে সেখান থেকে দ্বিপাক্ষিক সফরে ফ্রান্স যাবেন তিনি।  


রোববার (৩১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১০২ ভিভিআইপি ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় গ্লাসগোতে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সফরকালীন আবাসস্থলে যাবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন সোমবার (০১ নভেম্বর) থেকে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। বুধবার (০৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অবস্থান করবেন বলে জানানো হয়েছে।

গ্লাসগোতে অবস্থানকালে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সোচ্চার ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনের উদ্বোধনী পর্ব এবং রাষ্ট্র ও সরকার প্রধানদের বক্তব্য প্রদান সেশন ছাড়াও সাইড লাইনে অনেকগুলো ইভেন্টে অংশ নেবেন।

পাশাপাশি শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

গ্লাসগোতে অবস্থানের দিনগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকশে, বিল অ্যান্ড মেলিন্ডা গেট্‌সের প্রতিষ্ঠাতা বিল গেটস, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন, ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্কট মরিসন ও স্কটিশ পার্লামেন্টের স্পিকার অ্যালিসন জনস্টোনের বৈঠক করবেন।

এ সময়টাতে তিনি কপ-২৬ সম্মেলনের মূল পর্ব ছাড়াও সাইড লাইনে ‘ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ (Climate Prosperity Partnership) বিষয়ে ‘সিভিএফ-কমনওয়েলথ’ উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ, ‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি- দ্য ক্রিটিক্যাল ডিকেট’ শীর্ষক নেতাদের বৈঠকে অংশগ্রহণ, ‘উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক উচ্চ পর্যায়ের সভা, ‘গ্লোবাল ক্লাইমেট প্রসপারিটি’র জন্য বাংলাদেশের ভিশন শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।  


আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ১৪ নভেম্বর সকালে দেশে পৌঁছানোর কথা তার।

ফাহিম / একটিভ নিউজ