বাঙলা কলেজ প্রতিনিধি: পরিবহন ধর্মঘটেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বাণিজ্য’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অধিভুক্ত সরকারি সাতটি কলেজ- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
উল্লেখ্য যে, শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং আগামী ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে এ বছর সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হবে।
মমিনুল খান / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :