×
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
Active News 24

পরিবহণ মালিকদের সাথে সরকারের বৈঠক আজ


একটিভ নিউজ প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১১:৪২ এএম পরিবহণ মালিকদের সাথে সরকারের বৈঠক আজ
সংগৃহীত

জ্বালানি তেলের দাম ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ধর্মঘট নিরসনে আজ রোববার  (৭ নভেম্বর) বৈঠকে বসছে সরকার ও বাস-ট্রাক-লঞ্চ মালিকরা।

 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ে বিআরটিএতে পরিবহন মালিকদের সঙ্গে সরকারের বৈঠক রয়েছে।

 

অন্যদিকে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক বিকেলে বৈঠক হবার কথা রয়েছে।

ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত না নেওয়ায় রোববার বিকেল ৩টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এই বৈঠক হবে।

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সচিবও থাকতে পারেন।

গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার।

 

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস এবং শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

 

শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা থেকে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানের কাছে লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়।  

 

প্রস্তাবে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন মালিকরা।  

ফাহিম / একটিভ নিউজ