×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

তাপমাত্রা বাড়বে সপ্তাহের শেষের দিকে: আবহাওয়া অফিস


একটিভ নিউজ প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ১০:৫৬ এএম তাপমাত্রা বাড়বে সপ্তাহের শেষের দিকে: আবহাওয়া অফিস
সংগৃহীত

এক সপ্তাহ পর তাপমাত্রা কিছুটা সামান্য বেড়েছে। সপ্তাহের শেষদিকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।


আবহাওয়া অফিস জানিয়েছে, গত রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৩১ দশমিক ৯ যিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই সূচকেই বেড়েছে তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, আগামী দু’দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বাড়বে।


এই অবস্থায় সোমবার (০৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কি.মি.।
 

ফাহিম / একটিভ নিউজ