×
  • ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
Active News 24

আব্দুল্লাহপুরের বেলি ব্রিজ ভাঙায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা


একটিভ নিউজ প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ১২:৩৬ পিএম আব্দুল্লাহপুরের বেলি ব্রিজ ভাঙায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
ফাইল ছবি

বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার পর হঠাৎ করে আব্দুল্লাহপুরের বেলি ব্রিজ প্রথমে ছিদ্র হয়ে যায়, তারপর ভেঙে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গের কোনো গাড়ি আব্দুল্লাহপুর দিয়ে ঢাকায় প্রবেশ করতে পারছে না।


যার কারণে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে গাজীপুর এলাকায় টঙ্গী, আবদুল্লাপুর, উত্তরা এমনকি বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।


আব্দুল্লাহপুর জোনের ট্রাফিক ইনস্পেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, বুধবার রাতে ওই ব্রিজের ভেঙে পড়ার কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। গাজীপুর রোডের কোনো গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছেন না এবং ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না। গাজীপুরে উত্তরবঙ্গের গাড়িগুলো কামারপাড়া হয়ে মুন্নু গেট দিয়ে ঢাকায় প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। দুই রোডের গাড়ি একদিক দিয়ে আসা যাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই ব্রিজের কাজ দ্রুত শেষ না করলে এই যানজট কমানো কোনভাবেই সম্ভব হবে না।


গাজীপুর ময়মনসিংহ এমনকি উত্তরবঙ্গের বহু বাস, ট্রাক, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী গাড়ি আটকে আছে। এছাড়া ঢাকা থেকে যেসব গাড়ি টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ বেরোনোর চেষ্টা করছে তারাও বের হতে পারছে না। যার কারণে আব্দুলাপুর, উত্তরা, এয়ারপোর্ট, বিশ্বরোড, মহাখালী, ফার্মগেট, সাতরাস্তা এলাকায় যানজট দেখা দিচ্ছে।

ফাহিম / একটিভ নিউজ