×
  • ঢাকা
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০
Active News 24

গাজীপুরে কারখানায় আগুন: নিয়ন্ত্রণের চেষ্টায় ৩ ইউনিট


একটিভ নিউজ প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০১:৫৯ পিএম গাজীপুরে কারখানায় আগুন: নিয়ন্ত্রণের চেষ্টায় ৩ ইউনিট
সংগৃহীত

গাজীপুরে কোনাবাড়ী বিসিক এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


 ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় ডাইসিন নামে কেমিক্যাল কারখানার গুদামে বিকট শব্দের পর আগুন লাগে। পরে আগুন পাশের লাইফ টেক্সটাইল (প্রা.) লিমিটেড কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ফাহিম / একটিভ নিউজ