×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত


একটিভ নিউজ প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৫:৪৯ পিএম সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত
সংগৃহীত

বনানীতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত সাফাত আহমেদসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।  

 

আদালত পর্যবেক্ষণে বলেছেন, শারীরিক সম্পর্ক হলেও জোরপূর্বক ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।


আসামিদের সঙ্গে স্বেচ্ছায় শয্যাসঙ্গী হন অভিযোগকারী দুই তরুণী। পাশাপাশি আদালত পর্যবেক্ষণে জানিয়েছেন, ৭২ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হলে ধর্ষণ মামলা যেন না নেওয়া হয়।  

 

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার এ আদেশ দেন। আদালত আরও বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। আদালতের সময় নষ্ট হয়েছে।  

 

খালাস পাওয়া বাকি চারজন হলেন সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।  

 

২০১৭ সালের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়। ২০১৭ সালের ১৩ জুলাই প্রধান আসামি সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ফাহিম / একটিভ নিউজ