দেশের অর্থনীতির যে জোয়ার এসেছে এটাকে ধরে রাখতে হবে: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান । তিনি বলেন, ২০৪১ এর স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ শনিবার (১৩নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) কর্তৃক আয়োজিত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ‘বাংলাদেশ ইন ২০৪১: নোশনস অ্যান্ড ন্যারোটিভস অব ডাইভার্সিফিকেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী মান্নান বলেন, দেশের পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনে কাজ করছে সাধারণ মনুষ। যারা মাঠে-ঘাটে কাজ করে, বিদেশে কাজ করে এ পরিবর্তন আনছেন এই সব অগ্রদূতকে আমাদের সম্মান জানাতে হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিড) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, আইইউবির উপাচার্য তানভীর হাসান।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভান ডি ক্ল, বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দূত চার্লস হোয়াইটলি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান এবং আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :