মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদি আশুলায় গ্রামের গজারিয়া ও আলুয়া বিলে উৎসব মুখর পরিবেশে শত শত গ্রামবাসী উৎসাহের সাথে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানায়, ভোর থেকে দূরদূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে এসে জলাশয়ের ধারে ভিড় করে শতশত মানুষ। সূর্যের আলো ফোঁটার সঙ্গে সঙ্গেই দলে দলে মাছ ধরার সরঞ্জাম নিয়ে জলাশয়ে নেমে পড়েন। মাছ ধরতে জাল, খইয়া জাল, পলো ও মাছ রাখার খালুই নিয়ে মাছ ধরার উৎসবে যোগ দেন তারা। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও মাছ ধরছেন হাত দিয়ে। মাছ ধরা দেখতে এ সময় বিলের চারপাশে ভিড় জমায় শতশত মানুষ। মাছ না পেলেও কারো আনন্দের কমতি নেই। প্রতিবছরই এসব বিলে শীত মৌসুমের শুরুতে প্রাকৃতিক জলাশয়ে মাছ শিকারের ধুম পড়ে যায়। কেউ সখের বসে, কেউবা ঐতিহ্যের বাহক হিসেবে প্রতিবছর এই বিলে আসেন মাছ ধরতে। এ যেন এক প্রাচীন ঐতিহ্যের প্রতিচ্ছবি।
মির্জাপুরের আইজগানা এলাকার বাসিন্দা আক্কাস আলী জানান, বিভিন্ন জলাশয়ে এইভাবে শতশত মানুষ দল বেঁধে মাছ ধরাটা অনেক আগে থেকেই চলতেছে। কেউ মাছ পান আর না পান মাছ ধরার এ উৎসবে অংশ নিয়েই খুশি সবাই।
শুকুর আলী নামের এক কৃষক জানান, দল বেঁধে এভাবে মাছ শিকার করা বড় আনন্দের বিষয়। সবাই মাছ শিকার করতে পারবে এমন কোনো কথা নেই। তবুও উৎসবমুখর পরিবেশে এভাবে মাছ শিকার করতে দল বেঁধে জলাশয়ের এ প্রান্ত থেকে ওই প্রান্তে সবাই ঝাঁপিয়ে পড়েন।
কালিয়াকৈর উপজেলা মৎস কর্মকর্তা মো. সলিমউল্লাহ জানান, প্রাকৃতিক জলাশয়ে প্রচুর দেশীয় মাছ থাকে। বর্ষার পানি কমে গেলে ওইসব জলাশয়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন গ্রামের শত শত মানুষ দল বেঁধে পলো ও বিভিন্ন জাল দিয়ে মাছ শিকার করে থাকেন।
ফাহিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :