×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

তাজরীন অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা


একটিভ নিউজ প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ১২:১৩ পিএম তাজরীন অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা
সংগৃহীত

তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনার নবম বর্ষপূর্তিতে নিহতদের স্মরণে ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আহত শ্রমিক ও নিহতদের স্বজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।


টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে এদিন প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার নবম বছরে এসেও আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও তদন্তে তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে মালিক দেলোয়ার হোসেন দোষী সাব্যস্ত হয়েছেন। তারপরও বিচার পায়নি ক্ষতিগ্রস্তরা। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।

 

তিনি আরও বলেন, এই দিনে প্রতিবছর আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। বুধবার গাজীপুর ও নিশ্চিন্তপুরে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

 

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন আরও প্রায় দুই শতাধিক।

ফাহিম / একটিভ নিউজ