ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় সহপাঠী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় মতিঝিল-গুলিস্তানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুততম সময়ে দোষী গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরের পর সহপাঠী মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কলেজ শিক্ষার্থীরা বেরিয়ে এসে আরামবাগ-মতিঝিল এলাকায় অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের একটি অংশ পল্টন হয়ে দুর্ঘটনাস্থল গুলিস্তানে এসে অবস্থান নেন। একপর্যায়ে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা দোষী গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত শিক্ষার্থীর পরিবারকে সহায়তা, নিরাপদ সড়ক নিশ্চত করাসহ ছয় দফা দাবি জানান। তারা জড়িত চালকের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সন্ধ্যার আগে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, নটরডেমের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপাশে অল্প কিছু যান চলাচল করলেও এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তারা ছয় দফা দাবি জানিয়ে পৌনে পাঁচটার দিকে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হন।
এ ঘটনার পরপরই ময়লার গাড়ি জব্দসহ চালক রাসেল খানকে (২৭) আটক করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :