×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

পূর্ব ঘোষণা অনুযায়ী রামপুরা ব্রিজের ওপরে অবরোধ করছে শিক্ষার্থীরা


একটিভ নিউজ প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১১:৪৭ এএম পূর্ব ঘোষণা অনুযায়ী রামপুরা ব্রিজের ওপরে অবরোধ করছে শিক্ষার্থীরা
সংগৃহীত

রাজধানীর রামপুরা ব্রিজের ওপরে পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনেও নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা অবরোধ শুরু করে। তারা রাস্তায় অবস্থান করছে।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে। তাদের দাবি নিরাপদ সড়ক। তাদের ৯ দফা দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলবে।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকের নামবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।

ফাহিম / একটিভ নিউজ