রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে ৬০ কোটি টাকার কোকেনসহ চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) অভিযান চালিয়ে রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এখনো আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।
আরো পড়ুন: ডিএমপির ডিসিসহ একযোগে পাঁচ কর্মকর্তাকে বদলি
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে দুই কেজি কোকেনসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি টাকা।
তিনি আরো জানান, বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।