দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৯ জনে।
গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩ হাজার ৫০১ জন।
বুধবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৯৬টি। আর দেশের মোট ১৬৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৯৩২টি।
এর মধ্যে ১,৩৬৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৫৮ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ২২ হাজার ৪২৬টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.১৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৭,৩৫৯ জনের মধ্যে ৫ হাজার ৬০৭ জন পুরুষ ও ১,৭৫২ জন নারী।
আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৪ হাজার ১৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.০১ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।