বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিন জব্দ করেছে । নকল পণ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২ চীনা নাগরিককে।
সিআইডি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার বিকালে ২টি গোডাউনে অভিযান চালিয়ে নকল সিঙ্গার ও বাটারফ্লাইয়ের ৮৫৫ পিস সেলাই মেশিন উদ্ধার করা হয় বলে।
আরো পড়ুনঃ নেহা চিৎকার দিয়ে বললেন, পেটে লাথি মারছে বাচ্চা! (ভিডিও)
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. জিসান। গ্রেপ্তারকৃতরা হলেন- চীনা নাগরিক সু ইন ও হাও ওরফে বব হাও। গ্রেপ্তার ২ চীনা নাগরিক ওই জব্দকৃত মালামালের আমদানিকারক ও মজুদদার।
সহকারী পুলিশ সুপার মো. জিসান জানালেন, দীর্ঘদিন ধরে একটি দেশি-বিদেশি চক্র বিদেশ থেকে পণ্য আমদানির অন্তরালে নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিন এনে মজুদ করে আসছিল।
পরে তা অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বাজারে বিক্রি করত তারা।
আরো পড়ুনঃ পরকিয়ায় বাড়ির কাপড়ের ট্রাংকে প্রাণ গেল প্রেমিকের
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে রাজধানীর তুরাগ থানা এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে নকল সিঙ্গার ও বাটারফ্লাইয়ের ৮৫৫ পিস সেলাই মেশিন উদ্ধার করা হয়। এ সময় বাটারফ্লাইয়ের লোগো ব্যবহার করা আরও ১১শ পিস সেলাই মেশিন উদ্ধার করে সিআইডি। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।