যে রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক সেই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা করেছে নৌবাহিনীর জাহাজ। দ্বিতীয় দফায় ১৭৭২ জন রোহিঙ্গা নিয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ৫টি জাহাজ চট্টগ্রাম বোট ক্লাব থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।
আরো পড়ুন: স্বামীর সাথে অভিমান করে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
রোহিঙ্গাদের দ্বিতীয় দলে ৪২৭টি পরিবারের ১ হাজার ৭৭২ জন নারী, পুরুষ ও শিশু রয়েছে। উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে ২৯টি বাসে গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রামে।
আরো পড়ুন: ৬শ টাকা ঘুষ দিয়ে ভাতা মিলল পাঁচশ!
এর আগে ৪ ডিসেম্বর ১ম দফায় এক হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।