বাংলাদেশে এখনও সংক্রমণ এবং মৃত্যু হার অনেক কম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারি নিয়ন্ত্রণে রাখার।
জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আশার কথা বিভিন্ন দেশে কোভিড-১৯ এর টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি।
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, টিকা আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকারভিত্তিতে টিকা প্রদান করা হবে।