হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকা মূল্যের ৭.২৯০ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এসময় স্বর্ণ বহনের দায়ে সারোয়ার উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
কাস্টম হাউসের উপ-কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় অধ্যক্ষ গ্রেফতার
মোহাম্মদ আবদুস সাদেক জানান, শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় মাসকাট থেকে আগত ফ্লাইট নং BS 322 এর মাধ্যমে আসা যাত্রী সারোয়ারের কাছে থাকা কালো রংয়ের ছোট ১টি ব্যাগ থেকে মোট ৬২ টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :