স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারাগারে হলমার্ক কর্মকর্তা তুষার আহমেদের নারী সাক্ষাতের বিষয়ে অভিযুক্ত কারা কর্মকর্তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
রাজধানীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় ইতোমধ্যে কারাগারের জেল সুপার, ডেপুটি জেল সুপার, প্রধান কারারক্ষীসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে।
আরো পড়ুন: মার্চেই খুলবে ঢাবির হল
প্রসঙ্গত, করোনার মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ না থাকলেও চলতি মাসের শুরুতে কারা কর্মকর্তাদের সহযোগিতায় তুষারের সঙ্গে এক নারীর সাক্ষাতের ভিডিও প্রকাশিত হলে সবার দৃষ্টিগোচর হয়। এরপর প্রসাশনও নড়েচেড়ে বসে। প্রসাশনের পদক্ষেপে প্রত্যাহার করা হয় উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৫ জনকে।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :