রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকাহ ধর্ষণ-হত্যা মামলায় আসামি ফারদিন ইফতেফার দিহানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আরো পড়ুন: স্ত্রীর সঙ্গে ডিভোর্স: মোবাইলে শ্যালিকাকে ডেকে নিয়ে ধর্ষণ
শুনানিতে আসামি দিহানের পক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ জামিনের বিরোধিতা করেন। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দিহানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে দিহান যৌনবর্ধক ওষুধ ও মাদক সেবন করেছে কি না তা পরীক্ষা করার নির্দেশ দেন আদালত।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :