নতুন করে টিকা গ্রহনকারীদের মধ্যে ৯২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ সোমবার টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫১০ জন। নতুন করে ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করেছেন ৫ লাখ ১২ হাজার ৫ জন। এতো মোট রেজিস্ট্রেশনকারীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৯২ হাজার ৫ জনে।
আরো পড়ুন: অকার্যকর প্রমাণিত হওয়ায় দক্ষিণ আফ্রিকায় করোনা টিকা দেওয়া বন্ধ
আজকে দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন। তিনি টিকা নেওয়ার পর ভালো আছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টিকাদানের দ্বিতীয় দিনে রাজধানীতে টিকা নিয়েছেন সাত হাজার ১৭৮ জন। এরমধ্যে ৫ হাজার ২০১ এক জন পুরুষ এবং ১৯৭৭ জন নারী। এ নিয়ে রাজধানীতে মোট টিকা নিলেন ১২ হাজার ২৪৯ জন।
আপনার মতামত লিখুন :