পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরশহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় ঘুমের মধ্যে নবদম্পতি পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় একটি বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরো পড়ুন: ভাড়া না দিয়ে গালি: যাত্রীকে পিটিয়ে মেরেই ফেলল রিকশা চালক
অগ্নিকাণ্ডের সময় ঘরে ঘুমিয়ে থাকা অটোচালক স্বামী সাইফুল (২২) ও তার স্ত্রী মনি বেগম (১৮) আগুনে পুড়ে মারা যান। গত তিন মাস আগে তাদের বিয়ে হয়ে ছিল বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।
স্থানীয়রা ধারণা করছে এই অগ্নিকাণ্ড দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে ।
আরো পড়ুন: ‘স্যার’ না ডাকায় ডাক্তারের অভিমান, বিনা চিকিৎসায় মারা গেল রোগী
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন জানান, বৈদ্যুতিক র্শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুইটি অটো গাড়িও পুড়ে গিয়েছে।
আপনার মতামত লিখুন :