ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ‘নো ক্রাইম নো ডেথ। তবে সীমান্তে হত্যা দুঃখজনক।’
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আমাদের যৌথ উদ্দেশ্য সীমান্তে কোনো অপরাধ, মৃত্যু না হওয়া। আমি নিশ্চিত যে, আমরা যদি এটি সঠিকভাবে অর্জন করতে পারি তবে কোনো মৃত্যু হবে না। আমরা একসাথে এই সমস্যাটিকে কার্যকরভাবে সমাধান করতে পারি।’
আরো পড়ুন: ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, দুই দেশ সমস্যাটি সম্পর্কে জানে এবং সমস্যাটি অপরাধের কারণে হয়। বৈঠকে দু'দেশই বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
পানিবণ্টনের বিষয়ে ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের অবস্থান সম্পর্কে সকলেই জানেন এবং সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এই মাসে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দুই দেশ সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করছে।
প্রসঙ্গত, সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :