থানার মধ্যে টিকটক ভিডিও বানাতে নাচছিলেন এক মহিলা পুলিশ। তার সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামাত্রই ভাইরাল হয়। এতেই বিষয়টি নজরে আসে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানা জেলার লাংনাজ পুলিশ স্টেশনে।
এদিকে ভিডিওটি দেখামাত্র চাকরি থেকে সাসপেন্ড করা হয় সেই পুলিশকর্মীকে।
আরো পড়ুন: আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম ফাটাল বিক্ষোভকারীরা!
ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, থানার ভিতরে লক আপের সামনে দাঁড়িয়ে নাচছেন অর্পিতা চৌধুরি নামের ওই নারী পুলিশ কর্মী।
সূত্র জানায়, গত ২০ জুলাই ওই ভিডিওটি শুট করেছিলেন অর্পিতা।
আরো পড়ুন: করোনা ওয়ার্ডে ফাটল অক্সিজেন ট্যাংক, ৯ রোগীর মৃত্যু
এদিকে ঘটনার বিষয়ে পুলিশের উচ্চ পদস্থ এক অফিসার জানান, অর্পিতা চৌধুরি নিয়ম ভঙ্গ করেছেন। প্রথমত, অন ডিউটি থাকা সত্ত্বেও ইউনিফর্ম পরে ছিলেন না তিনি। দ্বিতীয়ত, থানার মধ্যেই নাচের ভিডিও রেকর্ড করেছেন।
সেই অফিসার আরো জানান, পুলিশ কর্মীদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তা না মানাতেই অর্পিতাকে সাসপেন্ড করা হয়েছে।