গত পাঁচ মাস আগে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৩১ বার করোনা পজিটিভ হয়েছেন এক নারী।
ভারতের রাজস্থানের ভরতপুরের আরবিএম হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে ওই নারীর।
এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, ভরতপুরের আপনা ঘর আশ্রম-এ ওই নারী এসেছিলেন বাজহেরা গ্রাম থেকে। ওই আশ্রমে তার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরে তাকে ভর্তি করা হয় রাজস্থানের আরবিএম হাসপাতালে। পরে আশ্রম কর্তৃপক্ষ ওই নারীকে জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তরিত করে।
আরো পড়ুন: এবার জিদান’র ওপর করোনার থাবা
এ ঘটনার বিষয়ে আপনা ঘর আশ্রমের প্রতিষ্ঠাতা ডা. বি এম ভরদ্বাজ জানান, হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে মোট ৩১ বার করোনা পরীক্ষা করা হয়েছে সারদা নামের ওই নারীর। প্রতিটি টেস্টেই করোনা পজিটিভ এসেছে। কিন্তু শারীরিক কোন সমস্যা দেখা যায়নি তার।
উল্লেখ্য, ওই এলাকায় এই মুহূর্তে সারদা ছাড়া আর কোনো করোনা রোগী নেই।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :