ছেলের নামে কোন সম্পত্তি না দিয়ে কুকুরের নামে লিখে দিয়েছেন এক বাবা। কিন্তু কুকুর সম্পত্তির ওয়ারিশ হয়েছে এমন ঘটনা কি কখনো শুনেছেন? সাধারণত সন্তান মা-বাবার সম্পত্তির ওয়ারিশ হন। ক্ষেত্র বিশেষে এর কিছু ব্যতিক্রম হয়।
অবাক করার মতো হলেও ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। বাড়িওয়ারা গ্রামের বাসিন্দা নারায়ণ ভার্মা সম্পত্তির অর্ধেক কুকুর এবং বাকি অর্ধেক স্ত্রীকে দান করেছেন।
মূলত, ছেলের ওপর ভীষণ বিরক্ত ছিলেন কৃষক নারায়ণ ভার্মা। প্রায় দিনই নানা কারণে তাদের বাকবিতণ্ডা হতো। সম্প্রতি তিনি এতটাই চটেছেন যে, পালিত কুকুর জ্যাকির নামে দান করে দিয়েছেন।
আরো পড়ুন : দাঁড়িয়ে ছিলেন নার্স, টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান
এ বিষয়ে তিনি একটি উইলও করেছেন। সম্পত্তি দানের বিষয়টি উল্লেখ করে তিনি জানিয়েছেন, একামত্র স্ত্রী চম্পা বাঈ ও কুকুর জ্যাকি ছাড়া কেউই তার দেখভাল করে না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া তার মৃত্যুর পর কুকুরটিকে যিনি দেখভাল করবেন তার অংশের সম্পত্তিও তিনি ভোগ করবেন বলে জানান নারায়ণ ভার্মা।
জানা যায়, ব্যক্তি জীবনে নারায়ণ ভার্মা দুটি বিয়ে করেছেন। প্রথম পক্ষে তার তিনি মেয়ে ও এক ছেলে। দ্বিতীয় দাম্পত্য জীবনে তার এক ছেলে, তবে কোনো মেয়ে নেই।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :