নিজের অল্প বয়সের ছবি কেউ চিনতে পারে না এমন কখনো হয়েছে ? হ্যা, এমনটাই হয়েছে। মেক্সিকোর এক নারী তার অল্পবয়সী ছবি চিনতে পারেন নি। উলটো স্বামীর প্রেমিকা ভেবে রাগন্বিত হয়ে আক্রমন করেছেন তার উপর। ছুরি দিয়ে এলোপাতারি কোপানো হয়েছে তাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মোবাইল নিয়মিত চেক করতেন লিওনোরা। হঠাৎ একদিন ফোন ঘাঁটতে গিয়ে স্বামীর সঙ্গে এক তরুণীর অনেকগুলো ছবি দেখতে পান। এতেই ক্ষেপে যান লিওনোরা।
আরো পড়ুন : ৯৯৯ এ কল: অসুস্থ্য ছাত্রীর জন্য ইনহেলার নিয়ে গেল পুলিশ
এরপর স্বামী জুয়ানের সঙ্গে কোনোরকম আলোচনা না করে ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েন তার ওপর। এলোপাথারি কোপাতে থাকেন স্বামীকে। এক পর্যায়ে জুয়ান তার স্ত্রীর হাত থেকে ছুরি কেড়ে নিতে সক্ষম হন। এরপর লিওনোরাকে বুঝিয়ে বলেন কোথায় ও কবে তারা ছবিগুলো তুলেছিলেন।
জুয়ান জানান, কীভাবে তিনি পুরনো ছবিগুলো ডিজিটাল করে মোবাইল ফোনে সংরক্ষিত করেছেন। সব শুনে শান্ত হন লিওনোরা তাদের চিৎকার শুনে পুলিশে খবর দিয়েছিলেন এক প্রতিবেশী। সেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেক্সিকো পুলিশ। জুয়ানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে লিওনোরাকে গ্রেপ্তার করা হয়েছে। লিওনোরা মানসিক রোগে আক্রান্ত কি না, তা জানতে মনোবিদের সাহায্য নিচ্ছে পুলিশ।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :