বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে আবারও শারীরিক অসুস্থার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে গত শনিবার (১৪ আগস্ট) রাতে ভর্তি করা হয় তাকে।
বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করে বলেন, হঠাৎ করে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানান, হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
তিনি আরো জানান, রওশন এরশাদ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে। তার পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :