বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে করা পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছি।’
তবে মতামতে কী উল্লেখ আছে সে বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
এর আগে গত সপ্তাহে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
রেজাউল করিম / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :