×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

‘বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত’


একটিভ নিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৬:১৯ পিএম ‘বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত’
সংগৃহীত

মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি- এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে। 

বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ। 

তিনি আরও বলেন, জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

মতবিনিময়কালে বাগেরহাট প্রেসক্লাবের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা ছাড়াও জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

রেজাউল করিম / একটিভ নিউজ