সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ছয়জনকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শরিবার এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কারকৃত বাকিরা হলেন- যুগ্ম সম্পাদক মো. রাহাত, সহ-সাধারণ সম্পাদক সহদেব শর্মা, মো. আলামিন, দফতর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু, প্রচার সম্পাদক বশির আহম্মেদ।
আরো পড়ুন: সভার আয়োজনে চেয়ার ছোড়াছুড়ি করলেন যুবদল কর্মিরা
প্রসঙ্গত, শুক্রবার রাতে বরিশাল বিএনপির কার্যালয়ে যুবদলের মতবিনিময় সভা চলাকালীন সময়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের তর্কের ঘটনার জেরে মামুনের লোকজন জাহানের ওপর হামলা চালায় এবং বিএনপি কার্যালয়ের চেয়ার ভাংচুর করে।
এ ঘটনার পর শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের খবর জানানো হয়।