ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে সরকারী নজরুল কলেজের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়।
আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী নজরুল কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নজরুল কলেজের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগ মনোনীত পৌর মেয়র প্রার্থী নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম,সাবেক সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন, সরকারী নজরুল সংসদের ভিপি আব্দুল মোতালেব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা আওয়ামিলীগের সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম পারভেজ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হাসান, রতন আকন্দ, শফিউল্লাহ মুস্তফা মনির। সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, স্বেচ্ছাসেবক লীগের নেতা আশিকুর রহমান মাহফুজ প্রমুখ।