বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত ছাত্র নেতা মনিরুজ্জামান বাদলের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(৯ জানুয়ারী)শনিবার সকাল ১০টায় রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জীবনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য এ্যাড আমিরুল আলম মিলন,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ ।
আরো পড়ন:বিধবা নারীকে গণধর্ষণের পর গোপনাঙ্গে গ্লাস ঢুকিয়ে নির্যাতন
স্মরণ সভায় বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন,উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন প্রমুখ ।