×
  • ঢাকা
  • রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
Active News 24

দুপুরের পর নামতে পারে বৃষ্টি


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১১:৩০ এএম দুপুরের পর নামতে পারে বৃষ্টি
সংগৃহীত

রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় আকাশ আজ সারাদিন আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেইসাথে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ রোববার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের পর ঢাকায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এছাড়া আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মাঝেমধ্যে রোদের দেখা মিলতে পারে।

তিনি আরো জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানান তিনি।

রেজাউল করিম / একটিভ নিউজ