×
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
Active News 24

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে


একটিভ নিউজ প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ১০:৫০ পিএম ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে
সংগৃহীত

ঈদুল আজহার দিন আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিন সকালের দিকে রোদ থাকলেও দিনের বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার আজ সোমবার বলেন, আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। তবে ঈদের দিন রোদ ও বৃষ্টি উভয়ের দেখা পাওয়া যেতে পারে।

এদিকে আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিন থেকে চার দিন পর বৃষ্টিপাত বাড়তে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তবে তা অল্প সময়ের জন্য হতে পারে। 

এছাড়া টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

রেজাউল করিম / একটিভ নিউজ